মুসলমানদের শ্রেষ্ঠ দিন হল শুক্রবার ,
এই দিনে ক্ষমা কর সকল অপরাধ।
জুমার দিনকে ঈদের দিন বলা হয়,
নামাজ পড়ে আল্লাহর করবো মন জয়।

প্রথম হিজরীতে জুমার নামাজ হয় ফরজ,
আমরা কেন করি না নামাজের প্রতি গরজ?
দলে দলে চলো সবাই মসজিদে যাই,
ইসলামের ভিত্তিতে আমরা জীবনটা সাজাই।

কর্মজীবীদের খানিকটা বিশ্রামের সুযোগ,
আনন্দ প্রশান্তি চিত্তে সুখ করে উপভোগ।
সবাই মিলে হাত তুলে করি মোনাজাত,
হে প্রভু ক্ষমা করো মোদের সকল গুনাহ মাফ।

পবিত্র জুম্মার দিনে তুলেছি মোরা হাত,
তোমার দয়ায় বেঁচে আছি আমরা দিন রাত।
আল কোরআনের বাণী মহান খোদার,
পবিত্র জুম্মার দিন আজ শুক্রবার।