আমার এই সহজ সরল ছোট্ট অবুঝ মন
তোমাকেই অন্তরের মাঝে খুঁজি সারাক্ষণ
তুমি যে আমার শত জনমের প্রিয় জন।
আমার প্রেম ভালোবাসার মায়া ছেড়ে
তুমি রবে লুকিয়ে আর কতদিন দূরে
তোমাকে আমার বার বার মনে পরে।
আমার এই অবুঝ মন কে কেন বুঝনা?
তুমি শুধুই করে যাও আমার সাথে ছলনা
একি ছিল তোমার মনের কামনা বাসনা।
তোমাকে রেখেছি হৃদয়ের গহীনে সাজিয়ে
তুমি কেন আছো আমার কাছ থেকে লুকিয়ে?
তোমাকে আপন করে নিয়ে যাব আমার সনে।
অবুঝ মনের ভালোবাসা দিয়ে করবো বিশ্ব জয়
যেখানে রবে শুধু তুমি আর আমি থাকবে না ভয়
আমাদের ভালোবাসার হবেই এক দিন জয়।
আমি আসিব তোমারী আলয়ে যদি থাক পাশে
প্রেম ভালোবাসা দিয়ে রাখ অন্তরের কাছে
তুমি যদি চাও আমি আবার আসিব নিশিতে।
আমার ভালোবাসা হারিয়ে যাবে কি শেষে?
হেথায় খুঁজি সেথায় খুঁজি সে যে মোর সাথে
প্রেম ভালোবাসা দিয়ে রাখ যদি অন্তরে গেঁথে।
তুমি ভালোবাসার স্বপ্ন নিয়ে এসেছ মোর দুয়ারে
আমি চাই না অবুঝ মনটা স্বপ্নের মাঝে হারাতে
তুমি আসবে একদিন বধূ সেজে আমার বাড়িতে।