তুমি আমার প্রিয়তমা,তুমি আমার জান
তোমাকে না দেখলে বাঁচেনা এই প্রাণ।
ভালোবাসার প্রেম নদীতে বইছে কত ঢেউ,
তুমি ছাড়া এই জীবনে নেই তো আর কেউ।
তুমি শুধুই আছ আমার মনের ছোট্ট ঘরে,
তুমি ছাড়া একলা আমি বাঁচি কি করে।
তুমি আমার আঁধার রাতের পূর্ণিমার চাঁদ,
ভালোবেসে তোমায় বাড়িয়ে দিলাম হাত।
আমার হাতে হাত রেখে এগিয়ে চলো তুমি,
তোমার পাশে সারা জীবন ছায়া হবো আমি
এক নীড়েতে থাকবো দু জন মনে ছিল আশা,
তোমায় নিয়ে গড়বো আমি ছোট্ট সুখের বাসা।
সেখানে থাকবো ছোট্ট একটি বাবু সোনা,
তাকে ভালবাসতে নেই যে কোন মানা।
কথা দাও আমায় তুমি করবে না তো পর,
সুখে দু:খে এক সাথে থাকবো জীবন ভর।