এই দুনিয়ায় হলেন যিনি সৎ চরিত্রের অধিকারি ,
তিনি হলেন এই জগতের জাতির কান্ডারী।
চরিত্রবান ব্যক্তি যারা লোভ-লালসা করে না তারা,
জান্নাতুল ফেরদৌসে যাবে তারা হয়ে আত্নহারা।

চরিত্র গঠনের মূল সময় শিশু কাল থেকে শুরু,
বাবা-মা হলেন আদর্শবান চরিত্র গড়ার গুরু।
এই জগতে সব শিশুরা স্বভাবতই অনুকরণ প্রিয়,
সৎ চরিত্রবান হওয়ার জন্য ভালো উপদেশ দিও।

সব শিশুর পরিবার যদি হয় সৎ ও আদর্শবান,
চরিত্রবান শিশুর জন্য পিতা মাতা পাবে সম্মান।
উত্তম চরিত্র সাধনার ধন সকলের আছে জানা,
চরিত্রবান হও সকলে কেউ করবে না মানা।

চরিত্রের মতো মহৎ গুণ এই পৃথিবীতে নেই,
তাই চরিত্রবান হওয়ার জন্য সৎ সঙ্গ নেয়।
চরিত্রবান ব্যক্তিকে সর্ব লোকে করে সম্মান,
তিনি হলেন এই জগতের সৃষ্টির শ্রেষ্ঠ ধনবান।

চরিত্র হারিয়ে গেলে হারিয়ে যায় সব,
চরিত্র এত মূল্যবান বলে দিয়েছেন রব।
আজ থেকে হোক মোদের দীপ্ত শপথ,
উত্তম চরিত্র গড়বো যতই আসুক বিপদ।