শুভ হোক তোমার সকল দিন,
আজ তোমার শুভ জন্মদিন।
আজকের এই বিশেষ দিনে,
তুমি এসে ছিলে এই দুনিয়াতে।
অনেকেই দিবে ফুল,কেউ করবে আদর
আমি করি সোনা মনির শুধুই কদর।
জন্ম দিনে মুখে তোমার মধুর হাসি,
এই ভাবেই কেটে যাক বার মাসি।
আজকে তোমার খুশি আর আনন্দের দিন,
আনন্দে আর উল্লাসে কাটুক সারা দিন।
জন্মদিনে সবাই খাবে পোলাও বিরিয়ানী,
প্রাণ খুলে হাসে আমাদের সোনা মনি।
অতীতের সকল দু:খ বেদনা ভুলে গিয়ে,
সুখ যেন আসে বার বার তোমার জীবনে।
একটি বছর তোমার কাছে থেকে নিয়েছে বিদায়,
সারাটি বছর যেন ভালো থাক দোয়া করি সদায়।
সোনা মনি এক দিন করবে দেশ জয়,
সোনার মুখের হাসি দেখে তাই যে মনে হয়।
আমরা করি তোমার জন্য শুভ কামনা,
জীবনে যেন আসে না দু:খ আর বেদনা।
সুখ যেন তোমার জীবন থেকে না হয় বিলীন,
তুমি বেঁচে থাকবে আমাদের হৃদয়ে চিরদিন।
মন প্রাণ ভরে আমরা করি তোমার জন্য দোয়া,
তুমি যেন বড় হয়ে হও সবার লক্ষ্মী সোনা।
আমাদের শুধু একটাই প্রিয় দিন,
শুভ হোক সোনা মনির জন্মদিন।
* কবিতাটি আমার মেয়ে আফসানা মিমি কে উৎসর্গ করিলাম ।