ভোর বেলায় ঘুম ভাঙ্গে
ঘড়ি এলার্ম যখন বাজে,
গোসল শেষে সাজি আমি
অফিসিয়াল সাজে।
খাবার বাটি হাতে নিয়ে
হাটি মোরা দলে দলে,
মাঝে মাঝে ঘড়ি দেখি
অফিস আর কত দূরে?
জাতীয় সঙ্গীতে অংশগ্রহণে
হয় না যেন দেরি,
পোনে আটটার মধ্যে তাই
অফিসে প্রবেশ করি।
আটটার মধ্যে অফিসে ডুকতে
যদি হয় দেরি,
হাজিরা বোনাস কাটা যাবে
যতই বলি আমি সরি।
আই ই থেকে টার্গেট পাই
প্লানিং থেকে আরো প্লান,
মার্চেন্ট অর্ডার এনে বলে
ফ্যাক্টরি চালান।
প্রতি ঘন্টায় দিতে হয়
কাজের হিসাব নিকাশ,
প্রডাকশন কম হলেই তারা
চাই নানা কৈফিয়ত।
১টা থেকে দুইটার মধ্যে
খাই দুপুরের খাবার,
২টা থেকে ৫টা পর্যন্ত
কাজ করি আবার।
টাকার অনেক দরকার ভাই
অটি করতে মোরা সবাই চাই,
জুন জুলাই মাস গুলোতে
কাজের চাপ মোটেই নাই।
অর্ডার যখন আসে তখন
কাজের খুব চাপ,
কাজ করে কাটিয়ে দেই
প্রায় মধ্যে রাত।
দিনের পরে দিন এভাবেই
কাজ করে যাই,
ছুটির কথা বললেই বলে
তোমার কোন ছুটি নাই।
বাড়ি যেতে মনে চাইলেও
যায় না পাওয়া ছুটি,
আমরাই তো গার্মেন্টসের
একটি মাত্র খুঁটি।