কাজের শুরু আছে শেষ নাই যার,
প্রহর থেকে ব্যস্ত,ক্লান্তি নেই তার।
শ্রমিকদের জীবন যেন চলে না আর,
ভাগ্যের চাকা খুলবে কি আবার?
কাজের জন্য সবাই করে গাল মন্দ,
দুঃখ ছাড়া শ্রমিকদের নেই আনন্দ।
দাম আছে অনেক কোন নাম নাই,
অন্যের কাজ দিয়ে চলে আরেক ভাই।
ভালো বেতন আছে বরকত নাই,
এই দিয়ে কি চলে সংসার ভাই?
পরিবার,স্ত্রী সন্তান আছে সংসার নাই,
তাদের কথা ভেবে জীবন যেন যায়।
টার্গেট বেশি দেয় এচিভমেন্ট নাই,
এই কাজ করে কোন মুনাফা নাই।
পবিত্র ঈদ ছাড়া কোন ছুটি ছাটা নাই,
কাল পরশু এসো ভেবে দেখি ভাই।
আত্মীয়-স্বজন আছে যোগাযোগ নাই,
এই জীবন রেখে কি হবে-রে ভাই?
দিবানিশি আছে পরিশ্রম,বিশ্রাম নাই
বিশ্রাম ছাড়া জীবনে কোন সুখ নাই।
দিন শেষে সবার জন্য করি মোরা দোয়া,
একদিন পাবে আদর ভালোবাসার ছুঁয়া।
মোরা চাকরি করে পেলাম না কোন সুখ,
জান্নাতে গিয়ে দেখবো সবার হাসি মুখ।