এক যে ছিল বন্ধু,নাম যে তার আবু লায়েস
হালকা পাতলা চেহারা দেখতে লাগে বেশ।
লেখাপড়া করেছে ভাই অনেক আগেই শেষ,
চাকরির জন্য ঘুরছে এখন দেশ-বিদেশ।
পিতা মাতার অনেক স্বপ্ন বন্ধু তোমায় নিয়ে,
অপেক্ষায় আছে তারা আজ ও পথ চেয়ে।
বাবা-মা তোমায় মন থেকে করলে দোয়া,
বন্ধু তুমি পাবে আদর ভালোবাসার ছুঁয়া।
স্বপ্ন ভরা জীবনে দু:খ যখন চলে আসে,
সুখের বন্ধুটাও থাকে না আর পাশে।
কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা,
সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা।
সুখের নদী হয় না যেন দুঃখের বালুচর,
সদায় নিও তুমি বন্ধু আমার খুঁজ খবর।
তোমার কাছে কে প্রিয় জানি না তো আমি,
আমার কাছে সবার চেয়ে প্রিয় বন্ধু তুমি।
## আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার এই কবিতাটি আমার প্রিয় বন্ধু সুজনকে উপহার দিলাম।