স্বাধীনতা তুমি মোদের করেছ মহান,
বাঙালি জাতিকে দিয়েছ এক বীরের সম্মান।
হে স্বাধীনতা তুমি আমাদের করেছ মুক্ত,
তাই তো সারা বিশ্বে স্বাধীন দেশে হয়েছি যুক্ত।
সাহসী বাঙালিরা ছেড়ে ছিল বাংলা মায়ের ঘর,
স্বাধীনতার বিনিময়ে ফিরে পেয়েছে জননীর উদর।
দামাল ছেলেরা দেশের জন্য দিয়েছে তাজা প্রাণ,
তারাই ছিনিয়ে এনেছিল বাংলা মায়ের মান।
স্বাধীনতা ভুলিনি তোমায়,ভুলবো না কোন দিন
তুমি তো ছিনিয়ে এনেছিলে স্বাধীন বাংলার কেতন।
স্বাধীনতা বাঙালিদের মুখে এনে দিয়েছিল হাসি ,
তাই তো আজও স্বাধীনতা কে বড়ই ভালোবাসি।
স্বাধীনতা হলো স্মৃতিসৌধে শত শত ফুলের মেলা,
আমরা সবাই মিলে পরে ছিলাম বিজয়ের মালা।
জয় বাংলা,জয় বাংলা,জয় বাংলা
স্বাধীনতা তুমি ছিনিয়ে এনেছ সোনার বাংলা।