সকালে কৃষকেরা দল বেঁধে চলছে মাঠে,
সকাল বিকাল সবাই ফসলের জন্য খাটে।
এই হেমন্তে কাটা হবে পাকা ধান,
আনন্দে ভরে যাবে কৃষকদের প্রাণ।
কৃষকদের গোলা ভরা ধান,গোয়াল ভরা গরু,
এই নিয়ে মিলেমিশে করে তারা জীবন শুরু।
কৃষকেরা রোদ পুড়ে করে কত পরিশ্রম,
তবুও তারা পায় না কেন ন্যায্য পারিশ্রম?
কৃষকদের দু:খ দুর্দশা হয় না কখনো শেষ,
তাদের জীবনে আসে না কোন আরাম-আয়েশ।
আজ দুবেলা দুমুঠো ভাত পায় না তারা খেতে,
তারাই তো সারা বেলা কৃষি কাজে আছে মেতে।
আমাদের দেশে আছে কত কৃষক,কৃষাণী
দেশ ও জাতি তাদের কাছে হয়ে আসে ঋণী।
কৃষকদের প্রতি সবাই যদি হয় একটু দয়াবান,
তারাই ফলাবে ভালো মানের শস্য ও ধান।
কৃষক বাঁচলে,কৃষি বাঁচবে,বাঁচবে জাতি
কৃষক হলো মোদের আঁধার ঘরের বাতি।
গরু দিয়ে কৃষক করছে সারাবেলা মাঠ চাষ,
ঐ ছোট্ট কুটিরে কৃষক করে আজও বসবাস।
মন থেকে চাই মোরা কৃষকরা থাকবে বেশ,
তারা বাঁচলে মিটবে ক্ষুধা বাঁচবে মোদের দেশ।