১৫ই আগস্ট বঙ্গবন্ধুর সমাধিতে দিতে পারেনি ফুল,
তার জন্য জীবন দিয়ে গুণতে হচ্ছে ভুলের মাশুল।
আবেগের কারণে পদ্মা নদীতে দিয়েছো যে ঝাঁপ,
প্রভুও যে তোমাকে করবে না কোন দিন মাফ।

বেশি আবেগী হওয়া ভালো না যে মানুষ ভাই,
এখন তোমার জন‍্য স্ত্রী-সন্তান করছে হাই হাই।
তুমি তো দুনিয়া ছেড়ে পরকালে গেছ যে চলে,
তোমার জন‍্য আত্নীয় স্বজন শুধুই অনলে জ্বলে।

নুরুজ্জামান বঙ্গবন্ধুকে মনে প্রাণে বাসতো ভালো,
তার জন্য জীবনটা হয়ে গেছে তার বিষাদে কালো।
সন্তান ও স্ত্রী নিয়ে কাঁচপুর থাকতেন ভাড়া বাসায়,
আজ শুধু ক্ষুধার জ্বালায় ঘুরে তারা পাড়ায় পাড়ায়।

পোশাক কারখানায় করতো অনেক কষ্টের কাজ,
না খেয়ে মাঝে মাঝে থাকতে হত  তাদের উপাস।
এখন কি করে চলবে তাদের ভাই সংসার?
সাহায্য সহযোগিতা করবে কী আমাদের সরকার?
  
আবেগী হওয়ায় বঙ্গবন্ধুর জন্য দিলে তোমার জীবন,
মরার পরে মনে প্রাণে সকলে তোমায় করছে স্মরণ।
তোমার  আত্নত‍্যাগে বিশ্ববাসী হয়েছে আজ মর্মাহত,
নিজের ভুলে পরকালে গিয়ে হবে তুমি জাগ্রত।
ফিরে আসার সুযোগ যে পুনরায় পাবেনা ঐ জীবনে,
ভুল কর্মে কিয়ামত পর্যন্ত কাঁদবে তুমি নির্জনে।