নির্বাচন হলোরে ভাই প্রার্থী বাছাইয়ের কাজ,
যোগ্য নেতাকে দিব ভোট চলো সবাই আজ।
নির্বাচনের আগে জনগণকে দেয় কত মিথ্যা আশা,
নির্বাচনে হলে জয় তাদের উপরে পায় না যে ভরসা
দুর্নীতি আর ঠকবাজে ভরে গেছে মোদের দেশ,
জনগণকে ঠকিয়ে তারা ধরেছে আজ সাধুর বেশ।
ক্ষমতার বলে তারা করছে কত খুন আর আহাজানি,
কোন দিন যেন যায় তাদের পানো পাখি খানি।
আমরা জানি,আমলা মানেই তো সরকারি কামলা,
ক্ষমতার বলে আজ তারা করছে কতই না তালবাহানা।
নির্বাচনের মাধমেই পাবে তাদের ন্যায্য অধিকার,
সহজ সরল মানুষেরা হয় না যেন মিথ্যাবাদীদের স্বীকার।
ইলেকট্রনিক ভোটিং মেশিনের করেছে সু-ব্যবস্থা,
অক্ষরহীন মানুষেরা বুঝে না তার কোন ভাষা।
ভোট জালিয়াতিদের বিরুদ্ধে করতে হবে কারাদন্ড।তাহলেই বাড়বে দেশ ও জনগণের মানদন্ড।
জনগণকে সর্বোচ্চ অগ্রাঅধিকার দিতে হবে যে ভাই, তাহলেই তোমরা নির্বাচনে জয়লাভ করতে পারবে তাই।একজন সৎও যোগ্য নেতা হলো দেশ ও জাতির কর্ণধার,তোমাদের পানে চেয়ে থাকে হাজারো পরিবার।