কেউ বলে ঈদুল ফিতর,কেউ বলে ঈদুল আযহা
আর আমি বলি ঈদ মানেই খুশী,ঈদ মানেই মজা।
পাঞ্জাবী পড়িয়া আলিঙ্গন করিয়া দিব নামাজের তাগিদ,
ঈদ মোবারক,ঈদ মোবারক,এলো খুশির ঈদ।
ঈদের দিনে সবাই করে কত আনন্দ আর মজা,
তাই দেখে মনে পরে অতীতের অজানা কত কথা।
ঈদ আনন্দে সবার সাথে করি প্রাণ খুলে কোলাকুলি,
বিষাদ বেদনা ভুলে গিয়ে আমরা আনন্দে দুলি।
টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে রইবে সবই পড়ে,
দান ধ্যানেতে হবে পুণ্য সুখ আসবে আমাদের নীড়ে।
ঈদ আনন্দে ধর্ম প্রাণ মুসলমানেরা হয়ে আজ ব্যাকুল,
আত্নীয় স্বজন কে দাওয়াত দিতে কেউ করে না ভুল।
ঈদের দিনে সবার বাড়ি মিষ্টান্ন খাবারের ছাড়াছড়ি,
পাড়া পড়শী সবাই মিলে আসবে মোদের বাড়ি।
ঈদের আনন্দে খাবো আমরা পোলাও বিরিয়ানী,
তাই দেখে প্রাণ খুলে হাসে আমার মা-জননী।
ঈদের খুশি ভাগ করে নাও,হৃদয় কইবে কথা,
এক জনমে এত সুখ ভুলে যাব সকল ব্যথা।
ধনী,গরবী,থাকবে না আর কোন ভেদাভেদ,
ঈদের আনন্দে হয়ে যাব মোরা সবাই এক।