শিক্ষক মোদের জ্ঞানের গুরু আদর্শের-ই প্রতীক,
তাইতো ভুলতে পারি না শিক্ষা জীবনের অতীত।
পরিবারের শিশুর শিক্ষা জন্ম হতে শুরু,
শিক্ষক হলেন জ্ঞানের আলো বিতরণের গুরু।
শিক্ষক হলো আদর্শ মানুষ গড়ার কারিগড়,
সুশিক্ষায় শিক্ষিত করে,হয়ে আছে অমর।
শিক্ষা গুরু তুমি করেছে কি সুন্দর জাতি গঠন,
তারই সুফল পাচ্ছে সাধারণ জন গণ।
শিক্ষাব্যবস্থার হয়েছে অনেক অবনতি,
তারই কুফল গুণছে,আজও কত জাতি।
আদর্শ শিক্ষক ছাড়া জাতি যাবে রসাতলে ,
ছাত্র সমাজ পড়বে তখন ধ্বংসের কবলে।
তুমি শিখিয়ে ছিলে জ্ঞানী গুণীদের ভালো কথা,
তাইতো মোরা কথার ছলে কাউকে দেয়নি ব্যথা।
শিক্ষক হলেন সবার আলোর পথের দিশারী,
অনুসরণে পথ চলে সকল ছাত্র-ছাত্রী।
শিক্ষা গুরু তুমি হয়েছ কত মহান,
জ্ঞানের আলো ছড়িয়ে রেখেছ প্রমাণ।
শিক্ষক শিখিয়েছে মোদের হাজারোও বাণী,
তারই ফলে পেয়েছি আজ কত সম্মানি।
হে শিক্ষা গুরু তোমারী জ্ঞানের অবদান,
দেওয়া যাবে না তার কোন প্রতিদান।
তোমার চরণে আজীবন করে যাব প্রণাম,
তোমাকে আমরা হৃদয় দিয়ে করি যে সম্মান।