হে মানবী তোমার মুখ দেখিয়াছি যেথায়,
লজ্জা আমায় করে আপন,একি হলো ভাই।
হে স্বপ্নময়ী নারী তুমি নীরব কেন?
ভালোবাসার ফাগুন যে এসেছে ধরায়,
তুমি বলবে নাকি ভালোবাস আমায়?
চলো মোরা করি ভালোবাসার গল্প,
আমি শুধু চেয়ে রব,তুমি বলবে অল্প।
হে শর্বরী তুমি আমাকে করেছ মহান,
তুমি মোরে দিয়েছ ভালোবাসার সম্মান।
আমাকে করিলে ভালোবাসার বিবাগী,
আজও বসে আছি ভবে তোমারী লাগী।
তুমি ছিলে প্রাণে,মনের পাখি ছিল মনে
কেমন করে হবে মিলন? তোমার সনে।
সুখেল লাগিয়া এ ঘর বাঁধিনু তোমারে লইয়া,
কে যেন আসিয়া অনলে দিল ঐ ঘর পুড়িয়া।
তোমার ঐ মনে কত ছেলে কে দিলে ঠাঁই
আমার প্রেমকে পরখ করিয়া রয়েছে কোথায়?