আঁধার রাতে স্বপ্ন দেখি রঙ্গিন বিছানায়,
স্বপ্ন ভাঙলে উঠে বসি মনের নিরালায়
ভোর বেলা জেগে দেখি তুমি পাশে নাই।
আদর করে যখন বলতে তুমি আমায়
তোমার মায়াবী গহীন চোখের নেশায়
বার বার হারিয়ে যাই প্রেমের জলশায়।
হে রূপসী আমাকে নিয়ে কিসের এত ভয়
ভয় কে আমি করবো জয়,তুমি থাক পাশে
রাত বিরাতে স্বপ্ন দেখি তোমায় নিয়ে কাছে।
ভালোবাসা দিয়ে আমরা করবো বিশ্ব জয়
যেখানে রবে তুমি থাকবে না কোন ভয়
আমাদের ভালোবাসার হবেই একদিন জয়।
প্রাণের ভালোবাসা হারিয়ে যাবে কি শেষে?
হেথায় খুঁজি সেথায় খুঁজি সে যে স্বপ্নের নীড়
ভালোবাসা দিয়ে আপন করে নিয়েছি তারে।
আমি তুলি দিয়ে একেছি তোমারী স্বপ্নের ছবি
তুমি তো আমার জীবনের এক মাত্র রবি
আমার হৃদয়ে গেঁথে রাখবো তোমার জীবনী।
তুমি ভালোবাসার স্বপ্ন নিয়ে এসেছ দুয়ারে
আমি চাই না আমার স্বপ্নের ঘুম ভাঙাতে
তুমি আসবে আবার ঐ পূর্ণিমার নিশিতে।
ভালোবাসার স্বপ্নের মাঝে খুঁজি তোমার রুপ
প্রিয়তমার উপর আমার নেই কোন অভিযোগ
আসলে এটাই জীবনের বাস্তবতার রুপ।