বন্যার জলে মানুষ পড়ছে বড়ই ফাঁদে,
আজ শুধু বানভাসি মানুষ নীরবে কাঁদে।
ধ্বংসের লীলা খেলা চলবে আর কতদিন?
বন্যার বিপদ থেকে মানুষ কবে হবে স্বাধীন?
কলিজার টুকরা কে বন্যা নিয়েছে ভাসিয়ে,
তোমার নামে দিলাম প্রভু সন্তানকে ডুবিয়ে।
ঘর,বাড়ি বসত ভিটা গিয়েছে বন্যায় তলিয়ে
মানব জাতি দেখছে সবাই আঁখি মিলিয়ে।
দিন দিন ভয়া বহতা আরো বেড়েই চলছে,
তোমরা দেখো সবাই শত শত লোক মরছে।
পেপার পত্রিকায় লিখা শুধুই যে বন্যার কথা,
দেশবাসীর কাছে এই বন্যা হয়ে থাকবে গাঁথা।
মানব জাতি আজ মারাত্মক বন্যার মুখোমুখি,
এই বিশ্ব জগতে তারাই আজ বড় দুস্থ দুঃখী।
আশ্রয় কেন্দ্রে পানি নেই,নেই বিদ্যুতের আলো,
বানভাসি মানুষের জীবন আজ বিষাদে কালো।
হে আল্লাহ,বানভাসি মানুষকে তুমি করো রক্ষা
এই মহা প্রলয়ে তারা পেয়েছে উচিত শিক্ষা।
দেশের বানভাসি মানুষ আছে আজ মহা বিপদে,
আসুন আমরা এগিয়ে আসি তাদের এই আপদে।