ওগো,তুমি যে আমার প্রাণের প্রিয়তমা,
প্রথম দেখায় তোমার প্রেমে হয়েছি দিওয়ানা।
সাঁঝের বেলায় তোমায় লাগে বড়ই সুন্দর,
ভালোবেসে তোমায় দিয়েছি আমার অন্তর।

তুমি যেন নীল আকাশের পূর্ণিমার ঐ চাাঁদ,
তোমার রুপ দেখে সবাই বাড়ায় হাত।
তোমায় নিয়ে দিবা নিশি দেখি কত স্বপ্ন,
এই হৃদয়ে তুমি যে এক মূল্যবান রত্ন।

ভালোবাসার প্রেম নদীতে বইছে কত ঢেউ,
তুমি ছাড়া এই জীবনে নেই তো আর কেউ।
তোমাকে আমার লেগেছে ভীষণ ভালো,
মনে স্থান পেয়ে জ্বালিয়েছি প্রেমের আলো।

একদিন যদি আমার সাথে না হতো দেখা,
তুমি বলতে,পেয়ে গেছ না কি অন্য জনের দেখা?
ওগো মোর প্রিয়তমা আমাকে করে দিও ক্ষমা,
তোমার মনে রেখো না কোন দু:খ কষ্ট জমা।

তুমি আমাকে ছেড়ে যেওনা কভু চলে,
তাহলে জীবন দিয়ে দিব প্রিয়া অকালে।
আজব দুনিয়াটা বড়ই লাগে মোর একা,
তোমাকে না পেলে জীবনটা হয়ে যাবে ফাঁকা।