কম্পিউটার হলো একটি গণনাকারী যন্ত্র,
তার গুণের নেই যে কোন আজ অন্ত।
কিবোর্ড দেখতে লাগে বোতামের পাতা,
এটার নাম যে কিবোর্ড লেখতে পারো কথা।
দেখতে ইঁদুরের মত নাম যে তার মাউস,
ইশারায় কাজ করে সারাক্ষণ থাকে অবুঝ।
দেখতে ব্রিফকেস আকার নাম কি বলো ভাই?
এটাকে আমরা সিপিইউ বলি এর তুলনা নাই।
কি সুন্দর টিভির মত দেখতে লাগে বড়ই বেশ,
তার নাম তো ভাই মনিটর সব কিছুই শেষ।
কম্পিউটার দিয়ে অফিস আদালতে করছে কাজ,
কষ্টের কর্ম গুলো হয়েছে অতি সহজ আজ।
চার্লস ব্যাবেজের আছে বিশাল বড় অবদান,
কম্পিউটার আবিষ্কার করে হয়েছে মহান।
দেশে প্রথম কম্পিউটার আসে ১৯৬৪ সালে,
বর্তমান প্রযুক্তিতে সবাই তাল মিলিয়ে চলে।
কম্পিউটার শিখে আমরা করবো অর্থ উপার্জন,
প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলবো আজীবন।
কম্পিউটারের হার্ড ডিস্ক হলো সহায়ক মেমোরি,
ছেলে বলে বাবাকে কম্পিউটার কিনা জরুরি।
করোনার কারণে হয় না নিয়মিত ক্লাস করা,
অনলাইনে করবো ক্লাস সবাই সারা বেলা।
কম্পিউটার ক্ষতির চেয়ে করছে উপকার বেশী,
কম্পিউটার দিয়ে কাজ করে হয় সবাই খুশি।
আমরা করবো কম্পিউটারের সঠিক ব্যবহার,
সবার জন্য হবে যে অনেক বেশী উপকার ।