শরতের আগমনে চারদিকে হয় মুখরিত,
সবাই তাকিয়ে থাকে অবাক চোখে অবিরত।
শরৎ ঋতু আসে হালকা চপলা ছন্দে ছন্দে,
রৌদ্র লুকোচুরি খেলায় মনের আনন্দে।
সারা আকাশ জুড়ে তুলোর মতো শুভ্র মেঘ,
এ সবই জানিয়ে দেয় শরৎ এলে লাগে বেশ।
বিলে-ঝিলে শাপলা আর নদীর ধারে কাশফুল,
এই দেখে সবাই আল্লাহুর কাছে করে আকুল।
শরতে আগমনে গাছে গাছে পাকে মিষ্টি তাল ,
পিঠা বানানোর জন্য সবাই হয় উতাল ।
দিকে দিকে তার প্রসন হাসির নম্র আভা,
নদী-সরসীর বুকে মুগ্ধকর সমারোহ শোভা।
গাছে গাছে পত্র পল্লবের সবুজের ছড়াছড়ি,
তাই দেখে কুচি পাতা গুলো করে আহাজারি।
শরতে মাঝে মাঝে বয়ে যায় স্নিগ্ধ বাতাস,
দূর থেকে ভেসে আসে শিউলির সুবাস ।
শরৎ এলে,মানুষের মনে লাগে উৎসবের রঙ,
মনের আনন্দে সবাই করে আহারে কত ঢ়ং!
আকাশে বাতাসে বাজে মধুর আগমনী গান,
শরতের উৎসবই মানুষের একমাত্র প্রাণ ।