অল্প বয়সে আমারে দিয়েছে যে বিয়ে,
এখন কতই না জ্বালা যন্ত্রনা যায় সয়ে।
রাত ভরে একা ঘরে মরি ভয় আর ত্রাসে
কখন যেন দুষ্ট স্বামী টা ঘরে ফিরে আসে।
খেয়ে না খেয়ে কত রাত করেছি যে উপাস,
শ্বশুর বাড়ির অত্যাচারে জীবন হবে বিনাশ।
দুখের সময় থাকে না কেউ যে আর পাশে,
এখন আমার কষ্ট গুলো দেখে সবাই হাসে।
স্বামীর চেয়ে তুলনা মূলক কম বয়সী হয়,
সেই কারণে স্বজনেরাও পায় অনেক ভয়।
সন্তান জন্ম দেওয়ার সময় হয় কত কষ্ট,
এ বার বুঝি তার জীবন টা হবে শুধুই নষ্ট।
দয়া মায়া কি হয় না! পিতা মাতায়-সর্বনাশী
শিশু কালে মুছে দিলে আমার মুখের হাসি।
আমার এখন ইচ্ছে করে গলায় দিতে ফাঁসি,
মনের আনন্দে নিয়ে যেও আমার লাশ আসি।
বাল্য বিবাহ সম্পর্কে থাকতে মোদের সচেতন,
এই সমাজে বাঁচবে আরো অনেকের জীবন।
সমাজ থেকে এই প্রথা করতে হবে শীঘ্রই দূর,
তাহলেই জীবন হবে আমাদের আরো মধুর।