নৌকা দিয়ে পারাপার করে নদী স্রোতে,
কেউ যায় ঘরে,আবার কেউ আসে ফিরে।
নদীর তীরে একখানা গ্রাম আছে সবার জানা,
সকাল হইতে সন্ধ্যা বেলা করে আনাগোনা।
এই তরী চিরদিন চলে নদীর স্রোতে,
কেউ যায় ঘরে,আবার কেউ ডুবে মরে।
আমার কেবল ইচ্ছে করে ভাবি মনে মনে,
তোমায় নিয়ে যাব সখী নৌকা ভ্রমণে।
জীবন মানেই ছোট্ট একটি সোনার তরী,
তরী বাইতে গেলে মনে হয় বহু দুরই।
তরী বেয়ে যাব দুজনে ঐ পদ্মার পাড়ে,
তোমায় নিয়ে ঘুরবো আমি নদীর তীরে।
ওগো,ভয় নাই ভয় নাই ছোট সে তরী,
এই দিয়ে পারাপার হয় সকল পথচারী।
মাঝি মাল্লারা মনের সুখে তুলছে ঐ পাল,
তাই দেখে মন আমার করে উতাল পাতাল।