কোটার জন্য জীবন নিলি,
বাঁচার জন্য কোটা দিলি।
স্বৈরাচারি,তোর কোটা তুই নে,
লাশের ভিতর জীবন দে।
পাইনি মোরা অধিকার,
বানিয়ে দিলে রাজাকার।
জানাই তাদের মন থেকে ধিক্কার,
ছিনিয়ে নিবো মোরা অধিকার।
কোটা বাতিল করবে ভালো,
কেন শত শত ছাত্রদের প্রাণ গেল।
কখনো আসবে না তারা আর ফিরে,
বীরের বেশে,রাজপথে রক্তাক্ত প্রান্তরে।
আজ রক্তে ভেজা বাংলার মাটি,
স্বাধীন দেশে নির্যাতিত হচ্ছে জাতি।
ছাত্ররা মাটি ও মানুষের কথা কয়,
তারা স্বৈরাচারিদের করে না কোন ভয়।
কেউ যদি গুলি চালায়,করো যুদ্ধ ঘোষণা,
স্বৈরাচারিদের পূরণ হবে না আর কোন বাসনা
আবু সাঈদ বীরের মতো দিয়েছিল বক্ষ পেতে,
তার কথা থাকবে লেখা ইতিহাসের পাতাতে।
রক্তচক্ষু মোদের নাকে আর মুখে,
ছাত্রদের দুখে এগিয়ে আসুন রাজপথে।
কাউকে আমরা করি না কোন ভয়,
কোটা আন্দোলনে ছাত্রদেরই হবে জয়।
কত মায়ের করেছো যে কুল খালি,
জানে শুধুই তোমার অন্তর্যামী।
সব কিছু মেনে নিয়ে করো পরাজয় বরণ,
নইলে কিন্তু এবার স্বৈরাচারিদের হবেই মরণ