সকালে আছে আলু ভর্তা,আরো আছে ডাল
এই ভাবে ব্যাচেলর জীবন চলবে কত কাল?
ইচ্ছা মতো ঘুরি ফিরি,নেইতো বলার কেউ,
প্রিয়তমার কথা মনে পরলে হৃদয়ে জাগে ঢেউ।
খেয়ে না খেয়ে কত রাত করেছি মোরা পার,
কষ্টের কথা মনে পরলে অন্তর কাঁদে বার বার।
নয়ন ভরা দুঃখ নিয়ে বাড়ি যাবো মোরা চলে,
থাকবো না আর ব্যাচেলরদের এই মহলে।
হে ভাই,ব্যাচেলর জীবন বড়ই অগোছালো,
রুম গুলো থাকে সর্বদায় এলোমেলো।
নিজের কাজ নিজে করি এ্টাই মোদের কাম্য,
সুখ দু:খের আনন্দ ক্ষণে সবাই হয় সাম্য।
পরিবার ছাড়া,ব্যাচেলর জীবন বড়ই লাগে একা
দূর দূরান্তে থাকি,আপন জনের সাথে হয় না দেখা ।
ব্যাচেলর জীবনে যেখানে খুশি সেখানে শোয়ে রই,
স্বজনদের কথা মনে পরলে আজও রাত জেগে রয়।
ব্যাচেলর জীবনে এত কষ্ট,আর লাগে না ভালো
কবে হবে আমার জীবন সাথী,ঘর হবে আলো।
ব্যাচেলর জীবনের হবেই একদিন অবসান,
পরস্পরে প্রতি থাকবে না কোন মান অভিমান।
আমার মতো যদি হয় তোমার এই অবুঝ মন,
তাহলে রাখিও কবিতা খানি মনে প্রাণে স্মরণ।