আল কুরআন হলো-রে ভাই আল্লাহর বাণী,
অক্ষরে অক্ষরে কুরআনের কথা সবাই মানি।
মুহাম্মদ(স:)এর উপর কুরআন হয়েছিল নাযিল,
বেশী করে পড় কুরআন হও নেকির সামিল।

কুরআন হলো আল্লাহর দেওয়া আসমানি কিতাব,
মানব জাতিকে দিয়েছে সৃষ্টির সেরা জীবের খেতাব।
দুনিয়াতে যখন জোর যার মুল্লুক তার হয়ে ছিল নিশা,
আল কুরআনই দিয়ে ছিল ঠিক আলোর দিশা।

সাজানো আছে ত্রিশ পারা পবিত্র কুরআনে,
বেশী করে কুরআন পড় হয়ে আল্লাহর ধ্যানে।
কুরআন পড়,হাদিস পড়,গড় সুন্দর জীবন
পরকালে পাবে তোমরা সুখেরই ভুবন।

একটি সন্তান করতে পারলে হাফেজে কুরআন,
পিতা-মাতা পাবে তার যোগ্য সম্মান।
শোন-রে মানুষ জাতি কুরআনের ফরমান,
সুন্দর হবে জীবন তোমার বলেন রহমান।

কুরআন শিক্ষা কর হে মুমিন মুসলমান,
হাশরের দিন পাবে তুমি অনেক সম্মান।
অশুদ্ধ করিয়া পড়িবো না মোরা আল কুরআন,
শুদ্ধ করে পড় কুরআন আছে যে ফরমান।

শুদ্ধ করে কুরআন পড়লে প্রতি হরফে দশ নেকি,
বেশী বেশী কুরআন পড় আল্লাহ কে ডাকি।
মধুর সুরে পড়লে কুরআন জুড়িয়ে যায় প্রাণ,
তাই তো মোরা বারে বারে পড়ি পবিত্র কুরআন।
নামাজ পড়,কুরআন পড় হে মুমিন ভাই
বিচার শেষে মোরা জান্নাতেই পাবো ঠাঁই।