দুর্ঘটনায় প্রতিদিন হারাচ্ছে কত জীবন,
তাদের জন্য শুধুই কাঁদে তার আত্মীয়-স্বজন।
দুর্ঘটনায় আহত হয়েছে আমার এক স্যার,
তার জন্য অন্তর আত্না কাঁদে যে বার বার।
তিনি তো আমাদের আদর্শের অন্যতম প্রতীক,
তাই তো আমরা ভুলতে পারি না তার অতীত
তার কথা মনে হলে কেঁদে ভাসায় সবাই বুক,
তাহার মাঝে খুঁজে পায় সারা দুনিয়ার সুখ।
অফিস ও রাস্তা ঘাটে কয় শুধুই কথা তার,
তিনি কি ফিরে আসবে আমাদের মাঝে আবার?
আমরা মন প্রাণ ভরে করি তার জন্য দোয়া,
ফিরে এসে যেন দেয় আবার আমাদের ছায়া।
এ জগতে শুধুই যে মানুষের আনাগোনা,
মৃত্যুর জন্য সবাই কর-রে ভাই দিন গুণা।
এই দুনিয়ায় নেই কারো আসল বাড়ি,
পরকালে সবাই কে জমাতে হবে পাড়ি।
একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়ে থাকে,
পরিবার পরিজন শুধুই তাকে মনে যে রাখে।
দুর্ঘটনা প্রতিরোধ করতে সবাইকে করতে হবে কাজ,
তাহলেই দুর্ঘটনা থেকে বাঁচবে মোদের মানব সমাজ।