দেখার আর কিছুই নেই
আজব হয়ে দেখেছি অনেক;
ক্লান্ত চোখ; এত দেখার ভীড়ে
নিজেকে খোজা দায়, তাই চোখ
খুলে রেখে দিয়েছি কাগজের পৃষ্টায়।

হাওয়া আসবে একদিন,
হঠাৎ দমকা হাওয়া!
হিমালয় ধোয়া উত্তরী বাও!
উষ্ণতার চাদর খুজতে গিয়ে
চোখ খুজবো, চোখ কি আছে নাকি
উপড়ে গেছে?

হাওয়া কি পাল্টে দিয়েছে সব?
পাল্টে দিয়েছে পাতার পৃষ্টা!