একটা রাত চাই
একটা নদী,তারা ভরা
আকাশ আর নারীর
মত একটা পথ চাই।
রাতভর হাওয়া চাই
নদীর কল্ কল্ ধ্বনি;
তারার জ্যোছনা চাই,
জোনাক ভরা নারী
শরীরের মত পথে
নিশাচর পথিক হতে চাই।
এই সব কোলাহল, নগর সমাজ,
সচিত্র বিনোদন, নাট্যশালা
ছেড়ে তোমার বুকে নদী,
আকাশ,তারা,জ্যোছনা,
জোনাকির আলো আর হাওয়া
গায়ে মেখে অগনিত বার
ভ্রমণ করতে চাই।