স্পর্শ নেই,
টুনটান শব্দে গলে যাচ্ছে হিমালয়।
সূর্যের আলো ছুয়ে দেয় না,
পুড়িয়ে দেয়,
ক্ষত থাকে না চিরকাল, দাগ রয়ে যায়।
তবুও বরফ জমবে, আবার
উষ্ণতা বাড়বে ,
জমা গলার মধ্যে আমি
মৃত উপত্যকা!