তোমার বেলা ফুরাবার পূর্বে
আমার সন্ধ্যা নামে,
তোমার বুকে জুবুথুবু হই
উষ্ণ ছোয়ায় নিথর গায়ে ঘামে।
তোমার নিকানো দেহের কূলে
আমি ডুবে যায় সবই ভুলে,
মুখ লুকাবার ঠাঁই খুজে পাই
তোমার আঁচল তলে।
তোমার যখন সন্ধ্যা নামে
আমার গভীর রাত;
নিমগ্ন! তোমার নাভীর ভগ্নাংশে
আমার উষ্ণ হাত!
তোমার সাথে নিত্য নতুন
আমার ছেলেখেলা,
ভুলের মাঝে বন্দী থেকে
কাটছে জীবনবেলা।


হাওয়াপাড়া,সিলেট-১৩-৫-২০২০