সেদিনের এক অনানুষ্ঠানিক আয়োজনে প্রথম দেখেছিলাম তোমায়,
ঠিক তোমাকে না, দেখেছিলাম তোমার চুল!
এমন গোড়ালি ছুঁয়ে যাওয়া কারো চুল হতে পারে তোমাকে না দেখলে সারা জীবন অজানা থেকে যেত।
দেখেছি আর মুগ্ধ হয়েছি....
আমি নির্বাক হয়ে দেখেছি কত রঙের প্রজাপতি তোমার চুলে লুটোপুটি খাচ্ছে! আমি ছাড়া আর কেউ দেখেনি সে প্রজাপতির কোলাহল.....
তোমার চুলের মিষ্টি গন্ধ আমাকে মাতাল করে তুলছিল, আমি ছাড়া কেউ ঘুণাক্ষরে সে গন্ধ পায় নি.....
তুমি বারবার চেয়ার বদল করে বসছিলে; বেশি নড়াচড়া করছিলে; দুবার আমার ওদিকে তাকিয়েছিলে এবং সচেতন ভাবেই তাকিয়েছিলে।
তুমি কোলের উপর অজগরের মত বেণী নিয়ে খেলছিলে নাকি খেলা দেখাচ্ছিলে জানিনা....
আমিও চেয়ার বদলে সেখানে বসছিলাম যেখানে বসে অনায়াসে দেখা যাবে তোমার চুল।
কিছুক্ষণের এ লুকোচুরি বেশ উপভোগ্য ছিল।
কেউ কেউ ছিলো 'ওটা নকল চুল' আমার খুব রাগ হচ্ছিলো তাদের উপর! আমার প্রিয় চুল কি নকল হতে পারে?
যেন এমন চুলের বদনাম দেবার দায়ে তাদের নামে মানহানি র মামলা ঠুকে দেই....
কত বড় মাপে র নিন্দুক হলে তোমার চুলের নিন্দা করতে পারে!
গল্পটা এখানেই শেষ হতে পারত-
কেউ একজন এসে বলল ' তোমার শ্বশুরবাড়ি ডেকেছে।'
আমার সব যেন বালির বাঁধের মত ভেঙে পড়ল!
ছিনিয়ে নিয়ে গেল তোমার চুলের দিকে তাকাবার অধিকার।
এটাকে কি বলা যায় প্রেম না ভালোবাসা? নাকি কিছুই?