ভালোবাসি  কোন ঊন মান অর্বাচীন শব্দ নয়।
ভালোবাসি যাকে তাকে বলার শব্দ নয়,
যখন তখন বলারও নয়।
খুব যত্নে রাখা একমাত্র ব্যক্তিগত শব্দ।


আমি তোমাকেই বলেছি "ভালোবাসি"
খেলার ছলেই বলি আর মদের নেশায় বুথ হয়েই বলি
তোমাকেই বলেছি "ভালোবাসি"।
তন্দ্রায় বলি আর নিদ্রায় বলি
আমি তোমাকেই বলেছি "ভালোবাসি"।
ভালোবাসার নেশায় আমি ভালোবাসি, ভালোর আশায় নয়।
ভালোবাসি বলেই  ভালোবাসি, কাছে পাবার বাসনায় নয়।


তোমার জন্য আমার একমাত্র পোষ্য শব্দ "ভালোবাসি" এখানে আমার একচ্ছত্র অধিকার।