একুশ,তুমি আবার কলঙ্কিত;
বায়ান্নতে কেড়ে নিলে তুমি-
রফিক,শফিক,জব্বারের প্রাণ।
যার পূরণ হয় নি এখনো ক্ষত,
একুশ,তুমি আবার কলঙ্কিত।
কেটে গিয়েছে সাতষট্টি-টি বছর,
সবই যখন শান্ত,
আবার একুশ হানা দিলে তুমি-
সকলকে করে সর্বস্বান্ত!
হাহাকার শুধুই হাহাকার,
তারা পথটি পায়নি বেরোবার;
তারা চোখটি বুঝে,মুখটি গুঁজে,
প্রস্তুত ছিল মরিবার।
আজ সেখানে ছিল কতশত,
দমকল বাহিনী-
দিন কেটে যাবে,সবাই ভুলে যাবে,
চক বাজারের অগ্নিকাণ্ডের কাহিনী।
হাজার লোকের ক্ষতি হলো,
জীবন গেলো কত!
যোগ হলো কিছু নতুন ক্ষত,
আর,একুশ?তুমি আবার কলঙ্কিত!