প্রেম শব্দ টা নিয়ে তর্ক-বির্তক,আলোচনা-সমালোচনা আছে।
তোমার আমারও কি প্রেম?
না,প্রেম নয়।
প্রেম হয় উভয়ের সম্মতিতে।
বরাবরের মত আমার সম্মতি থাকলেও তোমার নিরবতা।
তোমার নিরবতা আমার বিষন্নতার কারণ।
বিষন্ন আমাকে তোমার অতিশয় পছন্দ কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছি মহাকালে।
যে পথেই যাত্রা করি তোমাকে পাই,উত্তর পাই না।
তোমার আমার প্রেম নয়।
ভালোবাসা।
কেননা ভালোবাসতে উভয়ের সম্মতির প্রয়োজন নেই।
তাই,তোমার নিরবতা নাম আজ থেকে ভালোবাসা।



নিরবতা | মেট্রোপলিসে তুমি