আমার দেশে চালক গুলো আস্ত কসাই,
আমার দেশে রক্ত ঝরে হরহামেশাই।
আমার দেশে জীবন হলো সস্তা জিনিস,
তাইতো তোরা হেথা-হোথা জীবন ছিনিস।
আমার দেশে রাস্তা মানেই মৃত্যুপুরী,
আমার দেশে শকুন উড়ে,
খাদ্য তাদের থ্যাতলা দেহ –
রক্ত ছিটা — আস্ত ভুরি।
আমার দেশে এতো কর্ম এতো কর্তা!
চাই তো শুধু একটু খানি নিরাপত্তা।