একুশ মানে - অ,আ ; ভাষার দাবিতে যুদ্ধ,
একুশ মানে শান্ত বাঙালি হয়েছে এবার ক্রুদ্ধ ;
একুশ মানে রফিক,একুশ মানে বরকত,
একুশ মানে বাংলার দাবিতে,উর্দু হয়েছে বয়কট;
একুশ মানে রাজপথ,একুশ মানে গুলি,
একুশ মানে বাধা পেরিয়ে শূন্যে প্ল্যাকার্ড তুলি;
একুশ মানে দামাল ছেলেরা বাংলা ভাষার ভক্ত,
একুশ মানে পথের মিছিলে শহীদের লাল রক্ত;
একুশ মানে প্রতিবাদ,মাতৃভাষা বাংলা তাই,
একুশ মানে একটাই দাবি,রাষ্ট্রভাষা বাংলা চাই;
আজ একুশ মানে প্রভাত ফেরি,ভাই হারা একুশের গান,
আজ একুশ মানে স্মৃতির পাতায়,ভাষা শহীদের তাঁজা প্রাণ।