ভীষণ নীরব পরিবেশ
একাকীত্ব, অনড় সবকিছু
অপেক্ষা সর্বশেষ নিঃশ্বাসের,
বিষাক্ত সাপের ছোবল
আর প্রতিনিয়ত ক্লান্ত আমি।

জ্যান্ত দেহের আত্বাহীন ভার
বহনের কেউ নেই।

জোরালো স্রোতের বেগ
ঠিক ততটাই বা কম
আপন হৃদপিণ্ড টার।

রক্তক্ষরণ, সর্বদা রক্তক্ষরণ
তার আল্পনা
কাঁপিয়ে তোলে সর্বাঙ্গ।

শত সহস্র স্মৃতি
আজ কালের গর্ভে
সজ্জিত ডায়েরিতে।

হাজারো স্বপ্নের এই করুণ পরিণতি
সৃষ্টিকারক,
আজ ভালো থাকুক।