নতুনের সূচনা হোক নতুনভাবে,
ঝাঁঝালো সূর্যের অবসান ঘটিয়ে
বহু ক্রোশ ভেসে বেড়ানো ঠিকানাহীন নাবিক
আজ তবে দেখা পাক কাঙ্ক্ষিত গন্তব্যের।
তৃপ্তির ঢেকুর আজ আহত
নগদের খাতা শূন্য প্রায়।
নগরীর কোণে কোণে নাগর এবং
বেতাল হয়ে পায়চারী করা উদ্দেশ্যহীন পথিক -
নতুনের সূচনালগ্নে তারা তৃপ্ত হোক।
যুবকের শেষ চেষ্টার সংগ্রাম
জোরালোভাবে বিস্ফারিত হয়ে-
হাসিমুখের বিলুপ্তপ্রায় বদনখানিকে
এবার উন্মোচিত করুক।
দায়িত্বরত আনসারের পদোন্নতি হোক।
অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক
বুঝে পাক তার পেনশনের পুরো টাকা।
শেষবারের মত ফেলা জালে
ক্লান্তপ্রায় মাঝির নৌকায় যুক্ত হোক
বিশাল এক বোয়াল।
মেডিকেল টেকনোলজিস্টদের যৌক্তিক দাবি
সফলভাবে গৃহিত হোক সর্বস্তরে।
দ্রব্যমূল্য তার ঊর্ধ্বগতির সীমারেখা বাড়ানোর পায়তারা থেকে বিরত থাকুক।
কলমের কারুকার্যে কবি সৃষ্টি করুক নতুন কিছু।
শয্যাশায়ী মায়ের করুণ চাহনি
চাকুরি প্রত্যাশিত যুবকের অব্যক্ত আর্তনাদ
খেটে খাওয়া মজুরের ফোঁটা ফোঁটা ঘাম
ক্ষুধার্ত কুকুর, রিকশাওয়ালার প্যাডেল
যান্ত্রিক নগরীর যত্রতত্র কোলাহল
এ সব কিছু চিরতরে শায়িত হোক চিরনিদ্রায়।
নতুন বছর বয়ে আনুক নতুন কিছু
সমস্ত অপূর্ণতা ভুলে গিয়ে
নতুনের জয়গানে মুখরিত হোক সমগ্র বিশ্ব।
কাঁ কাঁ করে ডালে ডালে বসা অসহায় কাক-
অবশেষে খুঁজে পাক এক টুকরো মাংসযুক্ত হাড়।