মল্লিকা দের বাড়ি
সামনে গিয়ে মোড় পেরিয়ে
মুদি দোকান ছাড়ি।
নাঈম বাবু
পাগল প্রায় তাহার প্রেমে
বলতে গেলেই কাবু।
ডন বাদশা ভাই
প্রতি রাতে একই স্বপ্ন
মল্লিকা কে চাই।
দেবেন্দ্র ভুঁইয়া
তাহার এক ছোট্ট চাওয়া
দেখবে একটু ছুঁইয়া।
মন্টু মিয়া
মেয়ে যদি থাকে রাজি
এখনই করবে বিয়া।
অশোক কুমার ঘোষ
জরুরী কথায় মুখ বেধে যাই
ভীষণ মুদ্রাদোষ।
মল্লিকা যার নাম
ডেইলি আসে নতুন চিঠি
নতুন নতুন খাম।
মল্লিকা যার নাম
প্রেমের ডুরে বাধতে তারে
ছুটছে সবার ঘাম।
মল্লিকা যার নাম
এক পলকে চেয়ে থাকে
ফেলে কাজ কাম।
হঠাৎ একি হলো
শহুরে এক ছেলের সাথে
বিয়ে হয়ে গেলো।
ভাঙ্গল ওদের বুক
হাজারো স্বপ্ন দেখতো যারা
লুকালো তারা মুখ।