আচমকা বজ্রপাতের মতো
মুহূর্তেই বিদ্যুৎ খেলে যাই আমার সর্বাঙ্গে।
গহীনের গোপনে বেজে ওঠে সুরালো সঙ্গীত।
ব্যাস্তব্যকুল হয়ে ওঠে আমার আমি,
বহমান নদীর ন্যায় ভেসে যাই অদূর দূরে।
ক্ষণিকের চাহনিই উল্টেপাল্টে দেয় আমার সবকিছু,
পৃথিবীর পুরটার দাবিদার নিজের বলতে লেশমাত্র ভাবতে হয়না
উন্মাদিত এই আমার।
সমস্ত সংগ্রাম, বাধা বিপত্তি, পর্বত সমমান ব্যর্থতার হিসাবটা
বিলীন হয়ে যাই মুহূর্তেই।
হাজারো বন্দুকের নলে নির্দ্বিধায় মাথা নোয়াবার কথা
মোটেও খুব একটা ভাবিয়ে তোলে না আমায়।
যাইহোক, এভাবে বাঁকা চোখে আর তাকাবে না প্লিজ ,
নইলে, সহজ সরল এই প্রাণীটির ছন্নছাড়া সাইকো হতে
খুব একটা অপেক্ষা করতে হবেনা।