ভাব ছাড়া কবিতা
সুর ছাড়া গান,
মাঝি ছাড়া নৌকা
দেহ ছাড়া প্রাণ।
আশা ছাড়া বাঁচা আর
ফুল ছাড়া মধু,
স্বামী ছাড়া নারী আর
গৃহহীন বধূ।
পাখি গায় ফোটে ফুল
দু নদীর এক কুল,
দু দেহের এক প্রাণ
এক শাখা এক মূল।
উৎসুক জনতার
কতো দাবী আবদার,
এতো গুড় আধা সের
মেপে দেখ বারবার।
দেখি তবু চোখ নাই
হাত আছে কান নাই,
গুলি আছে গান নাই
জাম আছে আম নাই।
আকাশের তারা গুলি
মিটিমিটি জ্বলে ওই,
কৃষকের ধানক্ষেত
পাকা ধানে দিলো মই।
পাখিদের নীড়ে ফেরা
হয়নি আজো তাই,
যেতে চাই বহুদূর
পাখা শুধু ঝাপটাই।
ধারালো তীর বুকে
মেরেছিল খুব সুখে,
বেধে গেলো কলিজায়
হিজিবিজি লিখি তাই।