ছোট বাবু ঘোরে ফেরে
সারাদিন খেলা করে,
টুকিবুকি বকাবকি
কলম দিয়ে খাতা লেখি।
হাজারটা বায়না
খেতে কিছু চায়না,
এঘর থেকে ওঘর
কে আপন আর কে পর,
সবকিছু ভুলে
কতকথা বলে।
দিন থেকে রাত হয়
বাবু তার মাকে চায়,
মা মা করে
মা নাই ঘরে।
মাকে তার চাইয় চায়
কোথায় গেলে মাকে পাই,
জুড়ে দিল কান্না
কোথাও মাকে পাইনা।
সকলেতে চুপচাপ
নিশ্চুপ নির্বাক,
অবুঝ শিশুটারে
বোঝাবে কি করে,
গাড়ি চাপা পড়ে
গতকাল তার মা গেছে মরে।