মুর্খ হতাম সেই ভালো হতো
লিখতে হতোনা আর তোমাদের কুকর্ম গাথা
বিসর্জিত হতোনা জীবন লিখে সত্য কথা ৷
যদি বোবা হতাম সেই ভালো হতো
রাজপথে মিছিলে আর ধরতে হতোনা শ্লোগান
ঝরাতে হতোনা বুকের রক্ত আর এই প্রাণ ৷
যদি অন্ধ হতাম সেই ভালো হতো
দেখতে হতোনা এই ভঙ্গুর সমাজের অবক্ষয়
করতে হতোনা আর মিছে কান্নার অভিনয় ৷
আমি যদি পঙ্গু হতাম সেই ভালো হতো
পায়ে হেঁটে হেঁটে যেতে হতোনা তোমাদের দ্বারে
আমার পেনশনের ফাইল ছাড়িয়ে নেওয়ার জন্যে ৷
আমি যদি পাগল হতাম সেই ভালো হতো
বুঝতে হতো না আর তোমাদের স্নায়ু যুদ্ধ
জড়াতে হতো না আর মিছে বাক যুদ্ধে ৷
আসলে আমি যদি মানুষ না হতাম সেই ভালো হতো ৷