কেউ হাঁটবার জন্য নেই আমার সঙ্গে ;
অগণিত মানুষ হাঁটছে শহরের পথে
কিন্তু আমি একাই হাঁটি আমার সঙ্গে।
কেউ কথা বলারও নেই আমার সঙ্গে ;
সবাই সবার সাথে ঠিক কথা বলছে
অথচ আমি আছি একাকীত্বের সঙ্গে ।
কেউ শোনারও নেই আজ এই শহরে ;
সবাই শুধু বলার জন্য উন্মুখ থাকে
তবুও কেউই শোনেনা কাউকে শহরে।
অগণিত মানুষের বসবাস এই শহরে ;
মুখোশের আড়ালে বহুরূপী সাজে
আর মানবতা চলে গেছে শহর ছেড়ে ।
সবারই এখানে ব্যস্ততা নিজের মতো ;
ভালোবাসাও কর্পোরেট হয়ে গেছে
তবু সবাই সোশাল নেটওয়ার্কেই ব্যস্ত ।