কবি তুমি বিদ্রোহী হও ,
তোমার কাছে বিদ্রোহী হওয়ার মন্ত্র আছে ;
বিদ্রোহীরাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে ।
কবি তুমি বিদ্রোহী হও ,
রুখে দাও সকল বিশ্বাসঘাতক নেতাদের ;
মনে রেখো সব কিছুই মিথ্যা প্রতিশ্রুতি ওদের ।
কবি তুমি বিদ্রোহী হও ,
জাহান্নামের আগুনের মতোই জ্বলে ওঠো ;
বিশেষ কিছু করার জন্যই বিদ্রোহী হয়ে ওঠো ।
কবি তুমি বিদ্রোহী হও ,
কখনোই স্বার্থপর কিম্বা ঈর্ষান্বিত হয়ো না ;
মৃত্যু মেনে নাও তবু মাথা নতো করে বেঁচো না ।
কবি তুমি বিদ্রোহী হও ,
জেগে ওঠার জন্য জ্ঞানী হয়ে আলো দাও ;
সকল বন্ধন ছিন্ন করে বন্ধ চোখটা খুলে দাও ।
কবি তুমি বিদ্রোহী হও ,
মৌলবাদী হয়ো না বরং তুমি কৌশলী হও ;
শয়তানের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হও।
কবি তুমি বিদ্রোহী হও ,
অবিচার অমান্য করার মতো সাহসী হও ;
নতুন পৃথিবী ; নতুন দিনের জন্য বিদ্রোহী হও।