১
হাত ভরা বিষ'তুন
মন চায় করি খুন।
বিবেক দেয় নাকে রশি
সব চাওয়া পড়ে খসি।
২
আর কতটুকু নির্বোধ হলে
সার্বজনীন উৎসবের নামে করবে অধর্ম চর্চা
আর কতটুকু নির্বোধ হলে
সময়ের বাঁকা শ্রোতে বেহুদা সময়ের খরচা।
৩
জানি এসব-ই সময়ের প্রয়োজন মাত্র
বুঝাবার-বুঝেনেয়ার বাগড়া,
এতো ভালোবাসি এতো কাছা-কাছি
তবুও কেন মধুময় ঝগড়া।
উৎসর্গঃ মোল্লা আলিম (ভাই) ও আবীর মাহমুদ(ভাই)
৪
ইস! কানে ফিস-ফিস
শুনে মনে লাগে বিষ
ধরে জ্বালা গায়ে
হাত নিস-ফিস।
৫
আসছি বলে, কথার ছলে
ভুলিয়ে তুমি রাখ,
আসবে বলে, সুখের ছলে
হৃদয় শান্তি মাখ।