নিজের সাথে কথা বলতেই আমি সবচেয়ে বেশি
স্বচ্ছন্দ বোধ করি। কারণ আমার সাথে আমার
আলাপ সারতে চারটে সত্য ও তিনটে মিথ্যে
জোড়া দিতে হয় না।

আমার সাথে আমার কথা বলতে মুখোশ পরতে
হয় না। আমার সাথে আমার কথা বলতে ঘড়ি
দেখতে হয় না, সূচনা ও উপসংহার টানতে হয় না।
আমি তাই আমার সাথে সময়ে-অসময়ে ইচ্ছেমতো
কথা বলি
হাসি-খেলি
যুক্তিতর্ক করি
হারি, জিতি; আমার সাথে আমি নির্বিঘ্নে ঘুমাই।

দিন গড়াতে গড়াতে একাকীত্বের বিশ্বাস আমার
ভেতর আগ্নেয় শিলার মতো পোক্ত হয়।
কে না জানে-
  এই বহুরূপী আকাশ ছেড়ে,
     রহস্যময় জোছনা ছেড়ে
একদিন কেবল আমিই যাব একান্ত আমার সাথে।