তোমরা পৃথিবীকে ভাগ করেছ রাষ্ট্রে।
এরপর দুই রাষ্ট্রের মাঝে আমাকে
উদ্বাস্তু ঘোষণার জন্য রেখে দিয়েছ
নোম্যান্সল্যান্ড।
.
অথচ আমার জন্মকালে সৌরমণ্ডল
দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিল,
এই পৃথিবী হবে অভিন্নভাবে
তোমার ও আমার;
অর্থাৎ আমিও তোমারই মতো
এ পৃথিবীর নাগরিক।
.
কিন্তু তোমরা, রাষ্ট্র ব্যবসায়ীরা,
কৃপা করে আমার নাম দিলে শরণার্থী।
ঈশ্বরের কসম, ভূমিষ্ঠ হওয়ার পূর্ব
পর্যন্ত আমি শরণার্থীর নির্মম মর্মার্থ
উপলব্ধি করিনি।
.
তোমরা যারা আমার অস্তিত্বকে
অস্বীকার করার জন্য ছলনা করে
আমার নাম রাখলে শরণার্থী
এবং আমার মাথার ওপর তুলে
ধরলে কাঁটাতারের প্রভেদ প্রাচীর;
আজ আমি আমার অবরুদ্ধ বিশ্ব
থেকে আমার সমস্ত সামর্থ দিয়ে
তোমাদের অনুকম্পায় সিক্ত করি।
.
আমি আমার সন্তানের বুবুক্ষ ঠোঁটের
কষ্ট-যন্ত্রণা উদ্ধৃত করে অকপট
বলতে চাই-আমি শরণার্থী নই,
আমার সন্তান শরণার্থী নয়।
আমরা মানুষ, আমরা কেবলই
মানুষ।
.
খোলাখুলি বললে, আমরা নিছক
তোমাদের রাষ্ট্রদূষণের শিকার।
তোমাদের মতো রাষ্ট্র ব্যবসায়ীর
জীবনঘাতি অ্যাসল্ট রাইফেল
কিংবা ঘৃণামাখা অলস বুলেট নয়,
উদীয়মান রবির মতো শিশিরভেজা
একটি সাদা কাঠগোলাপ
আমি খুব ভালোবাসি।