প্রেম ও যুদ্ধ এ দুইকে আমি আলাদা দেখি না।
তাদের একই চরিত্র। প্রমান সাইজের যেকোনো
পোষাকে সুন্দর মানিয়ে যায় তাদের দেহ।

প্রেম কেড়ে নেয় যৌবনের পরমায়ু
যুদ্ধ কেড়ে নেয় জীবনের পরমাণু।
কালাতিকাল ধরে প্রেমিক ও বীরের অস্থি-মজ্জা,
মাংস, পায়ের স্যান্ডেল, বীরাঙ্গনার কপালের টিপ
জমা হয়েছে স্তরীভূত পললের কোষাগারে।

এ নিয়ে বিস্তর লেখালেখিও হয়েছে।
সভা-সমিতি করে আমরা গলা ফাটিয়ে বলেছি-
আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধের কথা।
প্রেম নিয়েও আমরা কম যাইনি;
গড়েছি তাজমহল,
লিখেছি অগণিত গীতিকা ও অজানা মহাকাব্য।
গুপ্তধনের মতো আমরা মাটি খুঁড়ে উদ্ধার করেছি
নববধূর ভেজা চোখের পাতায় আশ্রিত অশ্রুর
ইতিহাস।

শুধু আমরা বলিনি-
প্রেম কিছু নয়, যুদ্ধ কিছু নয়, উভয়েই ঝরায় রক্ত;
প্রেম ও যুদ্ধ আলাদা কিছু নয়।