মানুষ, ফুল, নদী, জোছনা
আকাশ পাখি, প্রেম, ছলনা;
তুমি, আমি, ছন্দ, সুর,
পুষ্প, বৃক্ষ, রোদ, নূপুর
-এসব বস্তাপচা শব্দ
আওড়াতে আওড়াতে
আমার মুখ পচে গেছে।
দ্বিপুটক ঝিনুকের মতো
এখন আমি
একেবারে চুপ থাকি।
তোমার অধরে অধর পুরে
এখন আমি
শুদ্ধ নীরবতার চর্চা করি।